সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর উদ্বোধনী খেলায় সরকারি উচ্চ বিদ্যালয় ৭৬ রানে জয়ী হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ এর উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর মধ্যে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, প্রাইম ব্যাংক লিমিটেড’র পৃষ্ঠপাষকতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার হেড অব ব্রাঞ্চ জালাল আহমেদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব, এ্যাডহক কমিটি, সাজেক্রীস মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীসের প্রাক্তন যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম. আখতারুজ্জামান মুকুল সহ ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী খেলায় সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৪ ওভার ৪ বল খেলা ১০ উইকেট হারিয়ে ১৮৯ রান করে রান করতে সক্ষম হয়।
১৮০ রানের জবাবে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ব্যাট করতে নেমে ২৯ ওভার ১ বল খেলে ১০ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ৭৬ রানে জয় লাভ করে।সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শেখ জনি ৫টি উইকেট লাভ করে।
খেলায় আম্পায়ার হিসাবে শেখ আসিফ কবির হিরন ও মো. ফজলুল করিম স্কোরার হিসাবে আব্দুস সামাদ খেলা পরিচালনা করেন।
আগামীকাল একই মাঠে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় বনাম কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।