স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিখোলা এলাকায় সদরপুর টু আটরশি আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের বিনোদ দরানীর ছেলে সঞ্জয় দরানী (২৪)। তিনি রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদরপুর বাজার থেকে একটি নছিমন বাইশরশির দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়া থেকে একটি মাহিন্দ্রা সদরপুরের দিকে আসছিল। পথে কালিখোলা এলাকায় প্রশিকা অফিসের সামনে নছিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি উল্টে যায় এবং চালক গুরুতর জখম হয়ে পাকা সড়কের ওপর ছিটকে পরেন।
পরে স্থানীয়রা অচেতন থাকা ওই চালককে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছিলো।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জানান, নিহতের পিতা ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তরের একটি আবেদন করেছেন। একটি স্ট্যাম্পে নিহতের মা, বাবা, বোন, মামা, নিকটাত্মীয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষর এবং উপস্থিতিতে একটি সাধারণ ডায়েরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার