আতাউর রহমান কাওছার, সিলেট ::
ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসে পাথরবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার সাভারের অদূরে আশুলিয়া এলাকার মোছা. সায়মা আক্তার (৩৫), তাঁর ছেলে আয়ান (৭), সায়মার বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও খালাতো ভাই সোহেল ভূঁইয়া (৪০)। নিহত সোহেল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা।আহতরা হলেন,জাহেদ হাসান (২৯),সাবিনা( ৩৭)ও সুনায়রা(২)।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ঢাকা থেকে একটি প্রাইভেট কারে সিলেটের উদ্দেশে বের হন সায়মা আক্তার ও তাঁর স্বজনেরা। প্রাইভেট কারটি আজ সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় পৌঁছালে সিলেটের দিক থেকে যাওয়া পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ওসমানীনগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সায়মা আক্তার ও আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শামীমা ইয়াসমিন ও সোহেল ভূঁইয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদেরও মৃত ঘোষণা করেন ওসমানী মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, নিহত মা-ছেলের লাশ ওসমানীনগর উপজেলার একটি হাসপাতালে আছে। বাকি দুজনের লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
আতাউর রহমান কাওছার
ওসমানীনগর,সিলেট