মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ সদর উপজেলায় গোপনে সৎ মেয়েকে বিয়ে ও অন্তরঙ্গ ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামাল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দিঘী ইউনিয়নের বিল-ডাউলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মালির হাট এলাকার মৃত কবেদ আলী শেখের ছেলে।
পুলিশ জানান, ২০১৩ সালে পারিবারিক ভাবে ওই মেয়ের মা’কে বিয়ে করেন জামাল শেখ। এরপর স্ত্রীসহ সৎ ছেলে ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি এলাকায় বসবাস শুরু করেন জামাল শেখ। কোন একদিন গোপনে সৎ মেয়ের গোসলের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন তাকে বিয়ে না করলে গোপন অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এবং গোপনে আদালতে গিয়ে বাবা জামাল শেখকে বিয়ে করতে বাধ্য করেন ওই সৎ মেয়ে। এরপর ২০২২ সালের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চলে যায় জামাল শেখ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৩ সালে ছুটিতে দেশে এসে স্ত্রীর (সৎ মেয়ে) সাথে সংসার করতে থাকে। স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে। বিষয়টি বুঝতে পেরে একাধিকার নিষেধ করে তার স্ত্রী (সৎ মেয়ে)। কিন্তু তার নিষেধাজ্ঞা না শোনলে কথা-কাটাকাটি হয় দুজনের মধ্যে এর জের ধরে রাগ করে বাবার বাড়ি (রাজবাড়ী) চলে যায়। এরপর মা ও মেয়ের বিয়ের বিষয়টি জানাজানি হলে ২০২৪ সালের এপ্রিল মাসে জামাল শেখকে আদালতের মাধ্যমে তালাক দেয় তার স্ত্রী (সৎ মেয়ে)।
ওই নারী (সৎ মেয়ে) জানান, এসব বিষয় জানাজানি হলে জামাল শেখকে তালাক দেই। এরপর সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করি। বিয়ের কথা জানতে পেরে জামাল শেখ ক্ষিপ্ত হয়ে আগের সংসারের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আমার স্বামী ও পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয়। এরপর স্বামীর সাথে আলোচনা করে মানিকগঞ্জ সদর থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা করি জামাল শেখের বিরুদ্ধে।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, পর্নোগ্রাফী মামলা অভিযোগে অভিযুক্ত সৎ বাবা ও তালাকপ্রাপ্ত স্বামী জামাল শেখকে গ্রেফতার করা হয়েছে।