শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, দিবা নৈশ্য কলেজ, সরকারি মহিলা কলেজ, মায়ের বাড়ি মন্দিরসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
সকালে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল এর মধ্যমে অস্থায়ী পূজা মন্ডপ স্থাপন করা হয়। এ সব পূজা মন্ডবে বিদ্যার দেবী মা সরস্বতীর মূর্তি স্থাপন করে সেখানে জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ও সাধারণ মানুষেররা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের সকাল থেকে ভিড় জমতে থাকে দর্শনার্থীদের। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানের পূজা মণ্ডপগুলো।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপাসিন্ধু তরফদার, সিনিয়র শিক্ষক বিবেকানন্দ কবিরাজ, সিনিয়র শিক্ষক হারাধন কুমার আইস, সহকারী শিক্ষক তুষার কান্তি দাস,পল্লব মন্ডল প্রমুখ।
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে, বির্তক প্রতিযোগিতা, চিত্র অঙ্কন, গীতাপাঠ সহ নানা সংস্কৃতি প্রতিযোগিতা আয়োজন করা হয়।###
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা