বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
নীলফামারীর ডিমলা উপজেলায় আলু চাষিদের জন্য হিমাগারের অভাব একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। আলু সংরক্ষনের জন্য সরকারি বা বেসরকারি কোনো হিমাগার না থাকায় আলু সংরক্ষণ করতে পারছেন না কৃষকেরা। হিমাগারের অভাবে উৎপাদিত আলুর একটি বড় অংশ ক্ষেতেই নষ্ট হচ্ছে। এছাড়াও আলুর দাম কম হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় ১১ টি হিমাগার রয়েছে, যার ধারণক্ষমতা ৮২ হাজার ২৫০ টন। এ বছর কৃষকদের আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৭৭০ টন। আলু চাষ হয়েছে ২১ হাজার ৯৯০ হেক্টর জমিতে। এরমধ্যে ডিমলা উপজেলায় চাষ হয়েছে ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে। তবে এই উপজেলায় আলু সংরক্ষনের জন্য নেই কোনো হিমাগার।
সরেজমিনে দেখা যায়, আলুর ফলন ভালো হলেও হিমাগারের অভাবে কৃষকরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কিছু কৃষক পাশ্ববর্তী উপজেলার হিমাগারে আলু সংরক্ষনের ব্যবস্থা করলেও পরিবহন ও শ্রমিকের খরচের কারণে কতটুকু লাভ করতে পারবেন সে বিষয়ে অনিশ্চয়তায় ভুগছে।
স্থানীয় কৃষকদের দাবি, হিমাগার নির্মাণ করা হলে তারা সহজে আলু সংরক্ষণ করতে পারবেন এবং এর ফলে বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, যা তাদের জন্য লাভজনক হবে।
উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের আলুচাষী বাবুল ইসলাম বলেন, ‘আমি গত বছর ১০ বিঘা জমিতে আলু চাষ করে ৬২০ মণ ফলন পেয়েছিলেন। কিন্তু হিমাগারের অভাবে কম দামে আলু বিক্রি করতে হয়েছে এবং কিছু আলু পাশের উপজেলায় হিমাগারে রেখেছিলাম। কিন্তু পরিবহন ও শ্রমিকের খরচ বেশি হওয়ায় শেষমেষ আমাকে লোকসান করতে হয়েছে।’
নাউতারা ইউনিয়নের আলু চাষী মিলন মিয়া বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতি খারাপ। জমিতে যেসব আলু রয়েছে, সেগুলো এখনো তুলি নি। বর্তমানে আলুর যে বাজার, এই দামে বিক্রি করলে লাভ তো দূরের কথা উৎপাদন খরচের টাকাও উঠবে না। আলু রাখার হিমাগারও নেই আমাদের উপজেলায় এই জন্য আলু এখনও ক্ষেতেই রয়েছে। আলু নিয়ে কি করবো সে চিন্তায় আছি।’
ডিমলা সদর ইউনিয়নের আলমগীর হোসেন বলেন,‘ হিমাগার থাকলে অন্তত কৃষকের আর যাই হোক তাদের উৎপাদন খরচ টা উঠাতে পারতো। কিন্তু হিমাগার নেই, আলুর দাম কম। আমরা আলু কোথায় রাখবো। তাই বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে।’
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন,‘এ উপজেলায় প্রতি বছরই আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু হিমাগারের অভাবে প্রতি বছর বিপুল পরিমানে আলু নষ্ট হয়ে যায়। এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে।’
প্রবণতা
- এবার সুধা সদনেও আগুন !! এবার শেখ হাসিনার নিজের বাড়ি সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা
- খুলনার ‘শেখ বাড়িতেও’ পড়েছে বুলডোজার কর্মসূচির প্রভাব
- পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে।
- রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ: হাসনাত
- তিতুমীর কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-আহ্বায়ক শার্শার আতাউর রহমান আতা
- যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন মামুন ইসলাম।
- তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কালাইয়ে লিফলেট বিতরণ
- লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে দেয়ালিকা শহীদ আবু ছায়েদের জীবনী প্রদর্শন