মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি
জবি ছাত্র অধিকার পরিষদের কলা অনুষদের আহ্বায়ক সুজন চন্দ্র সুকল এবং সদস্য সচিব শহিদুল সুমন সরদার কে কমিটি করে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (৩রা ফেব্রুয়ারি) জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি স্বাক্ষরের মাধ্যমে আগামী ছয় মাসের জন্য কলা অনুষদের নতুন কমিটি দিয়েছে।
জবি ছাত্র অধিকার পরিষদের কলা অনুষদের আহ্বায়ক সুজন চন্দ্র সুকল বলেন,”ছাত্র অধিকার পরিষদ সর্বদা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে।এখানে ভাল কাজের প্রতিযোগিতা হয়।যা আমাকে অনুপ্রানিত করেছে এই দলে আসার জন্য।আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব সর্বদা।সবাই আমার জন্য দোয়া করবেন।”
সদস্য সচিব শহিদুল সুমন সরদার বলেন,”ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবথেকে বেশি সরব এবং সব থেকে বেশি এগিয়ে আসে ছাত্র অধিকার পরিষদ। সব সময় শিক্ষার্থীদের অধিকারে অগ্রণী ভূমিকা পালন করে। আমার উপর বিশ্বাস রেখে ছাত্র অধিকার পরিষদ, কলা অনুষদ, জবি-র যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে চাই।”