![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/IMG_20250202_121330-1024x461.jpg)
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে সমন্বয় সভা রবিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম এর সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাইনউদ্দিন, পুলিশ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল ফকির, সাংবাদিক নুরুল আমিন সিকদার প্রমুখ। আগামী বুধবার (০৫ ফেব্রুয়ারি ) থেকে শুরু রেজিস্ট্রেশন বায়োমেটিক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে আগামী (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত। এর মধ্যে ২৬,২৭ ও ২৮ এই তিনদিন রিজার্ভ ভোটারদের রেজিস্ট্রেশন বায়োমেটি ছবি তোলা হবে। এ-সময় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম বলেন,ভোটার তালিকা হালনাগাদ করতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। বাড়ি বাড়ি গিয়ে যারা তথ্য সংগ্রহ করবে তাদেরকে সঠিক তথ্য দিতে সহায়তা করতে হবে।রোহিঙ্গা ও ভারতীয়রা যাতে কোনোভাবে ভোটার হতে না পারে, সেই দিকে বিশেষ নজর রাখতে হবে ,পাশাপাশি স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা আন্তরিক হলে কোনো রোহিঙ্গা ও ভারতীয়রা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না।একাধিক স্থানে ভোটার হওয়া যাবেনা।এই তালিকা সঠিকভাবে সম্পাদন হলে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হবে।