জ্বালানি তেলের পর এবার এলপি গ্যাসের দাম বেড়েছে। ১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা বাড়িয়ে ১৪৭৮ টাকা করা হয়েছে। একইসঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাস লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (২ জানুয়ারি) নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/download-4.jpeg)