উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অফিসার্স ক্লাব ও কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, সহকারী পরিচালক মোঃ জাকির আহমেদ, উজিরপুর মডেল থানার প্রতিনিধি এসআই জ্যোতিনময়, উজিরপুর পৌর ও উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাশেম সেন্টু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, এ সময় বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিরপুর বরিশাল প্রতিবেদক