নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে আবেদন করেছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে আলটিমেটাম দিয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এই সুরে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু সেটা ভারতে নয়। শ্রীলঙ্কায় ম্যাচ খেলার জন্য আমরা লড়াই চালিয়ে যাব।”
বুলবুল বলেন, “আজ আমরা আইসিসির সঙ্গে আবারও আলোচনা করে দেখব কীভাবে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশের ক্রিকেট নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু বিশ্ব ক্রিকেটে এখন সন্দেহ আছে। আমরা আশা করেছিলাম আইসিসি আমাদের আবেদন মেনে নেবে, তবে আল্টিমেটামের মুখে এখনও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
তিনি আরও জানান, “বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেট-পাগল দেশ যদি এই বিশ্বকাপে না খেলে, তা আয়োজকদের জন্য বড় ক্ষতি। আইসিসি সময় বেধেছে, তবু আমরা হাল ছাড়ছি না এবং চেষ্টা চালাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপে খেলতে পারে।”

