চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে আগে বোলিংয়ে নামা বাংলাদেশ দলের বোলাররা ম্যাচের শুরুতেই ঝড় থামাতে সক্ষম হয়। দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদ ব্রেন্ডন কিংকে (১) আউট করে প্রথম ধাক্কা দেন। তবে দ্বিতীয় উইকেটে আলিক আথানজে ও শেই হোপ জুটি ঝড়ো ব্যাটিং করে ১০৩ রান যোগ করেন। ১১তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের দল রান একশ’ ছাড়িয়ে গেলে তাসকিন, নাসুম, মুস্তাফিজ ও রিশাদের ব্রেক থ্রুর মাধ্যমে ক্যারিবীয়দের ৯ উইকেটে ১৪৯ রানে আটকে দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনার আলিক আথানজে ৩০ বলে ৫টি চার ও ৩টি ছক্কা মেরে ৫০ রান করেন। শেই হোপ ৩৬ বলে ৫৫ রান করে আউট হন, যার মধ্যে তিনটি চার ও তিনটি ছক্কা ছিল। দলের পরের ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। চারে নামা শেরফান রাদারফোর্ড রানের খাতা খুলতে না পারলেও পাঁচে নামা রোভম্যান পাওয়েল ৩ এবং ছয়ে নামা জেসন হোল্ডার ৪ রানের বেশি করতে পারেননি। রোস্টন চেজ ও রোমারিও শেইফার্ড যথাক্রমে ১৭ ও ১৩ রান যোগ করেন।
বাংলাদেশের বোলিংয়ে সেরা ব্রেক থ্রু দেন নাসুম আহমেদ। ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনি তিনটি উইকেট নেন, যার মধ্যে আথানজে ও রাদারফোর্ডের উইকেট ছিল উল্লেখযোগ্য। নাসুমের ব্রেক থ্রু কাজে লাগিয়ে রিশাদ ও মুস্তাফিজও গুরুত্বপূর্ণ উইকেট নেন। কাটার মাস্টার মুস্তাফিজ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন, আর লেগ স্পিনার রিশাদ ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট আনে।
বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এসেছে। নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে তার জায়গায় একাদশে ঢুকেছেন জাকের আলী। ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশে খেলেছে।







