নারী সাফ ফুটসালে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানকে ৯–১ গোলে পরাজিত করে।
এর আগের দিন পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার থাকলেও এক দিনের ব্যবধানে নারী দল বড় ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধেই পাকিস্তানের জালে ছয়টি গোল করে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ও নুসরাত দুটি করে গোল করেন। এ ছাড়া নীলা ও কৃষ্ণা একটি করে গোল যোগ করেন।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। এ সময় পাকিস্তান একটি গোল শোধ দিলেও আরও তিনটি গোল হজম করে। দ্বিতীয়ার্ধে সাবিনা খাতুন আরও দুটি গোল করেন এবং কৃষ্ণা একটি গোল করেন।
নারী সাফ ফুটসালে এবার সাতটি দেশ অংশগ্রহণ করছে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হবে। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।
শুক্রবার দিনের শেষ ম্যাচে ভারত ও ভুটানের খেলা ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের।

