দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। প্রতিবেশী দেশগুলোর তুলনায় এ খাতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের হিসাবে দেশে প্রতি ১০০ জনের মধ্যে মাত্র ৪৪ জন ইন্টারনেট ব্যবহার করছেন। তুলনায় ভারত এগিয়ে আছে—প্রতি ১০০ জনে ব্যবহারকারী ৫৫ জন।
প্রতিবেদনে দেখা যায়, আফগানিস্তান তালিকার একেবারে নিচে। দেশটিতে মাত্র ১৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। পাকিস্তানে ব্যবহারকারীর হার ২৭ শতাংশ, যা বাংলাদেশের পরের অবস্থান। অন্যদিকে, ভুটান ও মালদ্বীপ শীর্ষে রয়েছে—প্রতি ১০০ জনে যথাক্রমে ৮৮ জন ও ৮৪ জন ইন্টারনেট ব্যবহার করছেন।
মুঠোফোন ব্যবহার
এডিবি বলছে, মোবাইল ফোন ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। দেশে বর্তমানে প্রতি ১০০ জনে ১১৪ জন মোবাইল সেবা ব্যবহার করছেন। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ অবস্থানে আছে শ্রীলঙ্কা (১৪২ জন), আর সবচেয়ে কম ব্যবহার করছে আফগানিস্তান (৫৫ জন)। সংখ্যার দিক থেকে ভারত শীর্ষে—১১ কোটি ৫৮ লাখ ব্যবহারকারী। দ্বিতীয় স্থানে বাংলাদেশ, যেখানে ১৯ কোটি ৬১ লাখ মানুষ মোবাইল সেবা নেন।
ব্রডব্যান্ড ও ফোর–জি সেবা
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে ভারত এগিয়ে (৩ কোটি ৯৫ লাখ)। এরপর আছে বাংলাদেশ (১ কোটি ৩৫ লাখ)। তবে ফোর–জি সেবায় বাংলাদেশ অন্যতম শীর্ষে। মালদ্বীপে শতভাগ মানুষ ফোর–জি ব্যবহার করেন, আর বাংলাদেশে এই হার ৯৮ দশমিক ৯ শতাংশ।