নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ভারত সরকার। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। তবে তলবের সুনির্দিষ্ট কারণ বা আলোচনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তলবের অংশ হিসেবে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক ইস্যু, পারস্পরিক উদ্বেগ ও চলমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, এর ঠিক দুই দিন আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ওই তলবের পরপরই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনায় দুই দেশের কূটনৈতিক অঙ্গনে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একে অপরের রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে তলব করা সাধারণত দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো স্পর্শকাতর ইস্যু, অসন্তোষ বা ব্যাখ্যা চাওয়ার ইঙ্গিত বহন করে। যদিও এটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ, তবু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে ঘটনাটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন তারা।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হলে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

