বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার অধিনায়কত্বে টাইগাররা ভালো ফলাফল দেখাতে পারছে না, যার ফলে মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এই অলরাউন্ডারকে আরও সময় দিতে চান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, “সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। অধিনায়কের মধ্যে যে ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, সেই পটেনশিয়াল তার মধ্যে আছে।”
বিসিবি প্রধান আরও বলেন, “৩ ফরম্যাটে ৩ অধিনায়ক থাকতে হবে, এমন কোনো নিয়ম নেই। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুবিধা-অসুবিধা নিয়ে। অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। তারপরেও দেখব যারা আছে তাদের মধ্যে সেরা কে কাজটা করতে পারবে। একজন দুইটা করতে পারে, একজন তিনটাও করতে পারে। এটি পুরোপুরি পরিস্থিতির ওপর নির্ভর করে।”
মিরপুরের উইকেট সম্পর্কে বুলবুল বলেন, “প্রথম দুটো ম্যাচে যে উইকেট দেখেছিলাম, তা কিছুটা ধীরগতির ছিল। মিরপুরের মাটটাই আমার কাছে ধীর গতির মনে হচ্ছে। আগে এই উইকেট সচল করার জন্য বা পেস বাড়ানোর জন্য কিছু মরা ঘাস দেয়া হতো। এবার মরা ঘাস না দিয়ে যে পরীক্ষা করা হয়েছে, তাতে দেখা গেছে উইকেট ধীরগতির। আজকে যে উইকেটটা দেখলাম, তা খুব শুকনো এবং ময়েশ্চার কম ছিল। আমি বিশেষজ্ঞ নই, তাই এর বেশি কিছু বলতে পারব না।”