মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে থানার অভিযানে মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১৬ই ডিসেম্বর গভীররাতে মধ্যনগর সদর ইউনিয়নের বনগাঁও এলাকায় ডেভিলহান্টের অভিযানে গ্রেফতার হয় সাবেই এই ইউপি সদস্য।ধৃত আসামী বনগাঁও গ্রামের আব্দুল মালেক তালুকদারের পুত্র মোঃসজলু তালুকদার(৪২)।তিনি মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক ৬নংওয়ার্ডে ইপি সদস্য।মামলা নং-মধ্য/মামলা নং-০৬ তাং-২৭/১১/২৪।বিষয়টি নিশ্চিত কররন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএকেএম শাহাবুদ্দিন শাহীন।

