জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী জেনস সুমন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘একটা চাদর হবে’ গানের জন্য শ্রোতাদের মাঝে বিশেষভাবে পরিচিত এই শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন জেনস সুমন। তাকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেনস সুমনের জন্মনাম ছিল গালিব আহসান মেহেদি হলেও সংগীতজগতে তিনি সুমন নামেই পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকের শেষ দিকে তার সংগীতচর্চা শুরু হয়। কিন্তু তার তারকাখ্যাতি এনে দেয় বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারিত ‘একটা চাদর হবে’ শিরোনামের গানটি। এটি প্রকাশের পর রাতারাতি তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন।
তার সংগীত ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় অ্যালবাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
প্রথম একক অ্যালবাম: আশীর্বাদ (১৯৯৭)
অন্যান্য অ্যালবাম: আকাশ কেঁদেছে, অতিথি, আশাবাদী, আয় তোরা আয়, চেরী ইত্যাদি।
বিরতির আগের শেষ অ্যালবাম: মন চলো রূপের নগরে (২০০৮)।
২০০৮ সালের পর দীর্ঘ ১৬ বছরের জন্য সংগীত থেকে বিরতি নেন জেনস সুমন। তবে গত বছর ‘আসমান জমিন’ গানটির মাধ্যমে তিনি আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন এবং নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছিলেন।
গায়ক জেনস সুমনের এই আকস্মিক মৃত্যুতে দেশের সংগীতজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

