নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক।
রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম বদরুদ্দীন উমর বারবার রাজরোষে পড়া সত্ত্বেও নিজের আদর্শ বাস্তবায়নে আপোষহীন ছিলেন। কোনো ভীতি বা হুমকি তাঁকে কর্তব্য থেকে নিবৃত্ত করতে পারেনি। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি সর্বদা স্বাধীন মত প্রকাশে অটল থেকেছেন।
শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, বামপন্থী প্রগতিশীল রাজনীতির পথিকৃৎ, লেখক, শিক্ষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর স্বাধীনচেতা, নির্ভিক কণ্ঠস্বর আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং স্বৈরতন্ত্রবিরোধী প্রতিটি আন্দোলনে তাঁর চিন্তা, লেখনী ও সক্রিয় ভূমিকা ছিল অবিস্মরণীয়। জাতির নানা ক্রান্তিকালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তনের বিশ্লেষণমূলক রচনাগুলো এক অমূল্য সম্পদ।
রোববার সকাল ১০টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুদ্দীন উমর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
তারেক রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।