চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ আজাদী পার্টির (বিএপি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শনিবার হোটেল রেডিসন ব্লু -তে মানবাধিকার ভিত্তিক অহিংস ও সুস্থধারার রাজনৈতিক সংগঠন উক্ত সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চীফ পলিটিক্যাল এডভাইজার জনাব ড. সাজ্জাদ, এডভাইজার জনাব আসিফ গনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদ রানা ও দপ্তর সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংগঠনিক আলোচনা, দিকনির্দেশনা, নিউজ চ্যানেল ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। আলোচনায় সংগঠনের দপ্তর সম্পাদক জনাব মঈনউদ্দিন আহমেদকে বিএপি নিউজের পরিচালক নিযুক্ত করা হয়। সভা শেষে সবাই নৈশভোজে অংশ গ্রহণ করে। আজাদী পার্টি পরিবারের পক্ষ থেকে সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।