অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদের স্মৃতি আজ হারিয়ে গেছে—এই স্মৃতিস্তম্ভ সেই শূন্যতা পূরণ করবে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত এবং অংশগ্রহণে প্রস্তুত। এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ। আওয়ামী লীগ এতদিন টাকার বিনিময়ে ভোট কিনেছে, কারচুপি করেছে—এবার সেসবের কোনো সুযোগ থাকবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।”
‘না ভোট’ ব্যবস্থা প্রসঙ্গে শফিকুল আলম জানান, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, তবে সেখানে ‘না ভোট’ হবে। আরপিওতে এটি স্পষ্টভাবে উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হতে পারবে না।”
জুলাই সনদে সব রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “এটি তেমন গুরুত্বপূর্ণ নয়। অধিকাংশ দলই সনদে স্বাক্ষর করেছে। যারা করেনি, তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে, তবে মূল নীতিগত বিষয়ে তারা একমত।”







