মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর মহল্লায় ড. মযহারুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাখিয়া খাতুনের বিরুদ্ধে এক বছর তিন মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে । চিকিৎসার অজুহাতে দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে অস্ট্রিয়া অবস্থান করছেন। তার বাড়ি উপজেলার পৌর শহরের রামবাড়ি মহল্লায়।
জানা গেছে, গত বছরের ২২ এপ্রিল ২০২৪ হতে ২১ মে ২০২৪ পযর্ন্ত একমাসের জন্য অসুস্থতাজনিত ছুটি নেন শিক্ষিকা রাখিয়া খাতুন। এরপর আর কোন ছুটির আবেদন না দিয়েই অবশেষে বিনা ছুটিতে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় গত ২৯ ডিসেম্বর ২০২৪ তাকে ডাক যোগে কারন দর্শানো নোটিশ প্রদান করা হলে তাকে বাড়িতে না পাওয়ায় উক্ত নোটিশ ফেরত আসে। পরে এলাকাবাসির উপস্থিতিতে তার বাড়ির দেয়ালে নোটিস লাগিয়ে দিয়ে আসা হয়। এরপর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরে ২৪ জুন ২০২৫ তারিখে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করা হয়। গতকাল মঙ্গলবার ১৬ সেপ্টম্বর পযর্ন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি এমনকি কারণ দর্শানোর জবাবও দেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিহারা বানু সরকার বলেন, অসুস্থতাজনিত ছুটি শেষ হওয়ার পরও ওই শিক্ষিকা বিদ্যালয়ে যোগদান না করায় বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে তাকে গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে উপজেলা শিক্ষা অফিস থেকে শোকজ করা হয়। তারপরও তিনি বিদ্যালয়ে যোগদান করেননি, এমনকি শোকজের কোনো জবাবও দেননি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা রাখিয়া খাতুনের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার মো.মুরাদ হোসেন জানান, ওই শিক্ষিকা ৩০ দিনের অসুস্থতা জনিত ছুটিতে ছিলেন। আর ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে বরখাস্ত করার জন্য সবকিছুই জেলা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করে তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। অদ্যাবধি তিনি কোন কারন দর্শানো নোটিসের জবাব দেননি ও উপস্থিত হননি।

