বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বরাবরই ক্যামেরার ক্লিক থেকে দূরে থাকেন। চলতি বছর নেটফ্লিক্সের ব্যানারে ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের মাধ্যমে নেপো কিডের তকমা ঝেড়ে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন তিনি। তবে বিতর্কের ছায়া তাকে ছাড়ছে না।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে যোগ দিতে মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে পৌঁছান আরিয়ান। সেই মুহূর্তে ক্যামেরাবন্দি হওয়া ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, আরিয়ান মুখ লুকিয়ে দ্রুত হোটেলের ভিতরে ঢুকে পড়েছেন।
পার্টিতে উপস্থিতির সময় তার দুই বন্ধু গাড়ি থেকে নামেন। ছবি তুলতে শুরু করলে নিরাপত্তাকর্মীদের একজন চিৎকার করে বলেন, “চলো চলো, অনেক হয়েছে!” এরপরই আরিয়ান গাড়ি থেকে নেমে মুখ নিচু করে হোটেলের ভিতরে ঢুকে যান। তিনি ক্যামেরার দিকে তাকাননি এবং কোনো মন্তব্যও করেননি।
বলিউড তারকাসন্তানদের ফটোসাংবাদিকদের এড়িয়ে চলা নতুন নয়। তবে সাম্প্রতিক ‘মধ্যমা প্রদর্শন’ বিতর্কের জেরেই কি এমন আচরণ, সে প্রশ্ন উঠেছে। সম্প্রতি বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন আচরণের অভিযোগ দায়ের করা হয়েছিল আরিয়ানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ক্লাবে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি মধ্যমা প্রদর্শন করেছেন। এই ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ও কর্নাটক রাজ্য নারী কমিশনেও লিখিত অভিযোগ জমা পড়েছিল।
এর আগে কলকাতা সফরে এসে টালিউড অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে আড্ডায় মশগুল থাকা অবস্থায় আরিয়ানের কোনো অস্বস্তি দেখা যায়নি। কিন্তু এবার নাইটক্লাবে ঢোকার সময় ক্যামেরার সামনে মুখ লুকিয়ে দৌড়ানো ভিডিও নতুন করে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

