বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান আবারও বিতর্কের মুখে পড়েছেন। প্রথম নির্মাণ ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজ দিয়ে সাফল্য পাওয়ার পর সম্প্রতি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তাঁর অশালীন আচরণের ভিডিও ভাইরাল হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ নভেম্বর আরিয়ান ব্যক্তিগত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর অশোকনগর এলাকার একটি পাবে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। সেখানে জনসমক্ষে তিনি মধ্যমা আঙুল দেখিয়ে অশালীন ইঙ্গিত করেছেন, যা ভিডিও হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দর্শকের একাংশে এর ফলে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে কর্ণাটক পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের মাদক-কাণ্ডের পর আরিয়ান খান দীর্ঘ সময় প্রকাশ্যে দেখা দেননি। শাহরুখ খান তখন বলেছিলেন, “গত ৪–৫ বছর আমাদের পরিবারের জন্য কঠিন সময় ছিল। কভিডের কারণে অনেকেই একই সমস্যার মুখোমুখি হয়েছেন। আমার ছবিগুলোও ব্যর্থ হয়েছে এবং অনেকে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথাও লিখেছে।”
বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলেছে। তবে এই নতুন বিতর্কের প্রভাব কতদূর পৌঁছাবে, সেটাই এখন দেখার বিষয়।

