নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা মদনে আরিফুল ইসলাম (৩৫) নামের এক ডাকাতি মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার বিকেলে মদন পৌরসদরের চৌরাস্তা মোড়ে মাইজভান্ডারি নামক পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। সে মদন সদর ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
গ্রেপ্তার হওয়ার পর পরই বুধবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মদন সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রমরমা মাদক ব্যবসা ও নানা অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে। ২০১৩ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি ডাকাতি মামলার এয়ারেন্টভূক্ত আসামি।
বুধবার আরিফুল ইসলাম তার নিজ পরিবহন মাইজভান্ডারি বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। খবর পেয়ে মদন সেনা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ জানান, ‘ গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বুধবার তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে,তার বিরুদ্ধে ৯ টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে নেত্রকোনার মদন থানায় দ্রুত বিচার আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও , গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা, চট্টগ্রামের লোহাগড়া থানায় একটি মাদক মামলা, মাদারীপুর সদর থানায় একটি মারামারি মামলা, চট্রগ্রাম বোয়ালখালী সড়ক পরিবহনের একটি মামলা ও নেত্রকোনা সদর থানায় একটি চুরি মামলা, একটি মাদক মামলা রয়েছে।