ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরিফিন শুভর নতুন সিনেমা ‘মালিক’ এর শুটিং। জানা গেছে, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে অভিনেতা অগ্নিদগ্ধ হন।
সূত্রের বরাতে জানা গেছে, দৃশ্যে তার শরীরের নিচের অংশে সামান্য আগুন ব্যবহার করার পরিকল্পনা ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে শুভর পায়ে লেগে যায়।
শুভ প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তা সম্ভব না হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়েন। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা আগুন নিভিয়ে তার পা বাঁচাতে সক্ষম হন।
পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করার চেষ্টা করলেও শুভ তা অনুমতি দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং শুটিং শেষ না করেই সেটে থাকেন। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও শুটিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
পরিচালক বা শুভ নিজে এই দুর্ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা স্পষ্ট নয়।
‘মালিক’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এতে শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

