বলিউড অভিনেত্রী কাজল মনে করেন, বাবা-মায়ের কথা শুধু অমলানভাবে মেনে নেওয়া সন্তানের স্বাভাবিক মানসিক বিকাশের জন্য যথেষ্ট নয়। বরং সন্তানদের সঙ্গে যুক্তিতর্ক হলে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, রেণুকা শাহানের মারাঠি সিনেমা ‘উত্তর’–এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে কাজল তার সন্তানদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, দুই ছেলেমেয়ে নিসা এবং যুগের সঙ্গে যদি কোনো বিষয়ে মতভেদ হয়, তা নিয়ে তর্কবিতর্কই তিনি উপভোগ করেন।
কাজল বলেন, “ঈশ্বরের অশেষ কৃপায় আমার মেয়ে এখানে উপস্থিত নেই। না হলে হয়তো এই বিষয় নিয়েও আমরা তর্ক করতাম। তবে বাবা-মায়ের সঙ্গে সন্তানদের তর্কবিতর্ক থাকা উচিত।”
তিনি এ ধরনের মতবিরোধকে ‘স্বাস্থ্যকর’ হিসেবে আখ্যায়িত করেন। কাজল বলেন, “যদি আমি দেখি সন্তান আমার সঙ্গে মতভেদ করছে, তবে এর মানে আমি এমন একজন মানুষকে বড় করেছি যে প্রশ্ন করতে পারে। সবসময় অন্যের কথা মেনে নেওয়া নয়; প্রশ্ন করতে শিখতে হবে। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়।”
অভিনেত্রী আরও জানান, তিনি তার মা তনুজার সঙ্গে কখনো এ ধরনের আচরণ করেননি। তনুজা জানিয়েছেন, কাজল সবসময় তার কথার সঙ্গে বিরোধীতা করতেন।

