ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন শরিফ অবমাননার মামলায় দায় স্বীকার করেছেন। রবিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শেষে অপূর্ব স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক চাঁদ মিয়া আদালতে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। এর আগে ১৪ অক্টোবর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, ৪ অক্টোবর রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তার ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
ঘটনাস্থলে রাত ১টার দিকে অনেক ক্ষুব্ধ মানুষ অপূর্বের বাসার সামনে জড়ো হয়। পুলিশ তার নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পৌঁছালে জনতা তাকে মারধর শুরু করে। উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়।
ভাটারা থানায় ৫ অক্টোবর কোরআন শরিফ অবমাননার অভিযোগে মামলা করা হয়। পরেরদিন ৬ অক্টোবর আদালত তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন।







