হবিগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানির পর সকাল সোয়া ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহদীর আইনজীবী এম. এ. মজিদ।
পুলিশের অভিযোগ, শনিবার সন্ধ্যায় মাহদীকে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানায় নেওয়া হয়।
গ্রেপ্তারের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে মুক্তির দাবিতে সদর মডেল থানার সামনে অবস্থান নেন। রাতভর বিক্ষোভ চলার পাশাপাশি তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত বসার সুযোগ না হওয়ায় রোববার সকালে তাকে আদালতে তোলা হয়।
শুক্রবার শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও আন্দোলনের নেতৃত্ব দেন মাহদী। ঘটনায় পুলিশ দাবি করেছে, তখন তাদের কর্মকাণ্ডে পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটে, যখন গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জেলা ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে। পুলিশের ভাষ্য, তিনি নিষিদ্ধ ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালাচ্ছিলেন।
