বলিউডে নবাগত অনীত পাড্ডা প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন। অহন পান্ডের বিপরীতে অভিনীত ‘সাইয়ারা’ তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি ফিরছেন এক ভিন্নধর্মী চরিত্র নিয়ে।
বলিউড হাঙ্গামার খবরে জানা গেছে, অনীত চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমা ‘ন্যায়’-তে। আইন ও আদালতকেন্দ্রিক এই সিনেমায় তিনি থাকবেন এক সাহসী নারীর চরিত্রে, যিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েও ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন। গল্প আবর্তিত হবে সত্য, সাহস আর ক্ষমতার বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদকে ঘিরে।
এই সিনেমায় অনীতের পাশাপাশি অভিনয় করবেন ফাতিমা সানা শেখ, অর্জুন মাথুর, মোহাম্মদ জিশান আয়ুব, রঘুবীর যাদব ও রাজেশ শর্মা। পরিচালনায় আছেন নিত্যা মেহরা ও করণ কাপাড়িয়া।
এক সূত্র জানিয়েছে, অনীত এখানে থাকবেন এক ভুক্তভোগীর ভূমিকায়, যিনি আদালতে দাঁড়িয়ে লড়বেন এক প্রভাবশালী আধ্যাত্মিক নেতার বিরুদ্ধে। চরিত্রটি হবে সিনেমার প্রাণ, যা দর্শকদের আবেগ ও প্রতিবাদের শক্তি একসঙ্গে অনুভব করাবে।
উল্লেখ্য, অনীতের প্রথম সিনেমা ‘সাইয়ারা’ ভারতে ৩০০ কোটির বেশি আয় করেছিল এবং সম্প্রতি নেটফ্লিক্সে পুনঃমুক্তির পর আবারও আলোচনায় এসেছে।