ভারতের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর ১৭তম সিজনের গ্র্যান্ড ফিনালে শুক্রবার (২ জানুয়ারি) সম্প্রচারিত হয়। এই আবেগঘন পর্বে শুধু দর্শকরাই নয়, সঞ্চালক অমিতাভ বচ্চন নিজেও শেষ মুহূর্তে আবেগ সামলাতে পারেননি। চোখে পানি নিয়ে তিনি বিদায় জানান এই সিজনকে।
গ্র্যান্ড ফিনালে বক্তব্যে অমিতাভ বচ্চন বলেন, “কেবিসির সঙ্গে আমার জীবনের একটি বিশাল অংশ জড়িয়ে রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। এই সিজনের শেষপ্রান্তে এসে শুধু এটুকুই বলতে চাই—আপনারা থাকলে এই শো থাকবে, আর এই শো থাকলে আমি থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।”
তিনি দর্শকদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন, “আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।”
শো শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায়ও দর্শকরা আবেগে ভাসেন। অনেকেই কেবিসির সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং স্মৃতিগুলো শেয়ার করেছেন, যা শো ও সঞ্চালকের প্রতি তাদের ভালোবাসা ফুটিয়ে তোলে।

