বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছেন, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ১২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের পরিপ্রেক্ষিত বিবেচনা করে মেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামীম আহমদ। উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. মাহবুবুর রহমান, পরিচালনা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন প্রকাশকের প্রতিনিধি।