অমর একুশে বইমেলা ২০২৬ ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপ বিবেচনা করে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলা একাডেমি ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই নির্দেশনা জারি করেছেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমও ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, বিস্তারিত প্রক্রিয়া খুব দ্রুত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মো. আবুল বাশার ফিরোজ বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রকাশকদের জন্য পূর্বনির্ধারিত স্টল ভাড়া পরিশোধ করা কঠিন ছিল। মন্ত্রণালয় তাদের আবেদন বিবেচনা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে।”
২০২৬ সালের বইমেলার প্রস্তুতি ইতোমধ্যেই ৫ শতাধিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণের জন্য আবেদন করেছে। বাংলা একাডেমি জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার প্রস্তুতি ইতোমধ্যেই প্রায় ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে স্টল নির্মাণ শেষ হবে।
অধ্যাপক আজম স্পষ্ট করেছেন, মেলার তারিখ পরিবর্তন হবে না। আগেই নির্বাচনের কারণে মেলার সময় ডিসেম্বরে এগিয়ে আনার পরিকল্পনা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির কারণে তা স্থগিত হয়। ভোটের তারিখ ঘোষণার পর সব পক্ষের সম্মতিতে মেলার উদ্বোধন এখন ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, এবারের মেলায় প্রকাশকদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনের উত্তাপ এবং রমজানকে মাথায় রেখে মেলার ঐতিহ্য রক্ষা করতেই এ প্রস্তুতি চলমান।

