নবীন মাহমুদ
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের রোলা এলাকায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অদিধপ্তরের বাস্তবায়নে একটি জনবহুল রাস্তা নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রোলা গ্রামের আঃ রব চৌকিদারের বাড়ীর ব্রীজ থেকে ছোমেদ হাওলাদারে বাড়ী যাওয়ার রাস্তাটি খুবই নিম্নমানের (আমা) ইট দিয়ে নির্মাণ করেছে এবং ইট সলিংএর নিচে নাম মাত্র বালু ব্যাবহার করার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ এই রাস্তার ম্যাকাডাম করা হয়েছে শুধু মাটি, নামমাত্র বালু আর ৩ নম্বর ইটের সাথে পরিত্যক্ত কিছু আমা ইট দিয়ে। স্কীমের তথ্য অনুযায়ী রাস্তাটি রব চৌকিদারের বাড়ীর ব্রীজ থেকে ছোমেদ হাওলাদারে বাড়ী পর্যন্ত ইট সলিং করার কথা থাকলেও রাস্তাটির অর্ধেক করে বাকি অংশ রব চৌকিদারের বাড়ীর মধ্যে ডুকিয়ে দিয়েছে প্রকল্পের সভাপতি ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আসলাম হোসেন (লিটু)। প্রকল্পে রাস্তাটি প্রস্ত যে পরিমান আছে বাস্তবে কিছু কিছু যায়গায় তার কম আছে। এমনকি রাস্তাটির দুই পাশের এজিং এর কাজেও ৩ নম্বর ইটের সাথে ব্যাবহার করা হয়েছে আমা ইট।
জানা গেছে, সরকারের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্নয়ন তহবিল থেকে ২ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আসলাম হোসেন লিটু জানান, রাস্তার মাপের একটা নিয়ম আছে,ওটা টাকার উপর নির্ভর করে। চৌকিদার বাড়ীর মধ্যে তাদের সুবিদার্থে রাস্তা দেয়া হয়েছে।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বাশার জানায়, স্কীমে যেভাবে আছে রাস্তা ঠিক ওভাবেই করে দিতে হবে,অন্য দিকে রাস্তা করার কোনো সুযোগ নেই। রাস্তায় ব্যবহারিত পচাঁ (আমা) ইট সরিয়ে ভালো ইট দিতে বলা হয়েছে। স্কীম অনুযায়ী রাস্তা করে দেয়ার পরে বিল দেয়া হবে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, সাংবাদিকদের মাধ্যমে রাস্তা নির্মাণে অভিযোগ পেয়ে উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে রাস্তাটি পরিদর্শন করে আপডেট জানাতে বলা হয়েছে।

