Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ভুয়া আহত দেখিয়ে সরকারি ভাতা নেয়ার অভিযোগ

Nuri JahanbyNuri Jahan
৫:৪৮ pm ১৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

জুলাই আন্দোলনে ভুয়া আহত দেখিয়ে সরকারি ভাতা নেয়ার তালিকায় গুরুতর অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলায়। এ ঘটনায় “জুলাই বিক্রেতা বিরোধী ঐক্য, জলঢাকা” এর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) একটি লিখিত আবেদন করা হয়েছে।

সংগঠনটির নেতা আব্দুল্লাহ আল হাদী, মনিরুজ্জামান মিঠু, ইকবাল জিয়াদ ও আদম শাহরিয়ার এর নেতৃত্বে গত সোমবার (১২ জানুয়ারি) ইউএনও কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, জুলাই আন্দোলনে জলঢাকা উপজেলা থেকে মোট ২৪ জনকে আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় ৬ জন ঢাকায়, ২ জন রংপুরে এবং বাকি ব্যক্তিরা জলঢাকায় আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাধারণ জনগণের পর্যবেক্ষণে দেখা গেছে, জলঢাকায় প্রকৃতপক্ষে ৩ থেকে ৪ জনের বেশি কেউ আহত হননি।

আরও অভিযোগ করা হয়, ঘটনার সময় কিংবা ঘটনার পরবর্তীতেও তালিকাভুক্ত অনেক ব্যক্তিকে কোথাও আহত অবস্থায় দেখা যায়নি। এতে করে প্রকৃত আহতরা যেমন সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি ভুয়া তালিকার মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ ওঠে। তাই ভুয়া তালিকাটি পুনরায় যাচাই-বাছাই, প্রকৃত আহত ও ভুয়া দাবিদারদের আলাদা করে শনাক্ত করা এবং ভুয়া আহত সেজে সরকারি ভাতা গ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এর আগে একই দাবিতে গত শুক্রবার (১০ জানুয়ারি) জলঢাকা উপজেলার ব্যস্ততম এলাকা জিরো পয়েন্ট মোড়ে ভুয়া জুলাই আহত ভাতা প্রাপ্তদের গেজেট বাতিলের দাবিতে একটি পথসভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে আয়োজিত ওই কর্মসূচির আয়োজন করে আবেদনকারী সংগঠনটি।

পথসভায় বক্তারা বলেন, ভুয়া আহত দেখিয়ে গেজেটে নাম অন্তর্ভুক্ত করে সরকারি ভাতা গ্রহণ করা হলে তা প্রকৃত আহতদের প্রতি চরম অবিচার এবং রাষ্ট্রীয় অর্থের সরাসরি অপচয়। ভুয়া আহত দেখিয়ে ভাতা নেওয়া শুধু অনৈতিকই নয়, এটি প্রকৃত আহতদের সঙ্গে নির্মম প্রতারণা এবং সরকারি অর্থের অপব্যবহার। তাই অবিলম্বে ভুয়া তালিকা ও সংশ্লিষ্ট গেজেট বাতিল না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন,
লিখিত আবেদন গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুয়া তালিকা ও গেজেট বাতিল হবে এবং প্রকৃত আহতরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ঝোপ থেকে উদ্ধার ৯টি এয়ারগান
  • কাতারে নির্মাণকাজে প্রাণ গেল লিটন দাসের
  • আমাদের মা-বোন এবং ছোটদের সুন্দর ভবিষ্যত গড়তে হবে- শামা ওবায়েদ
  • সালথার ভাওয়ালে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা
  • শাসক নয়, জনসেবক হতে চাই: ড. কেরামত আলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম