বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেছেন, “জেতানোর মালিক আল্লাহ।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি বেলা ১টার দিকে জনসভায় উপস্থিত হয়ে এই বক্তব্য দেন।
সমাবেশের এক পর্যায়ে তিনি মঞ্চে ডেকে আনেন একজন মুসল্লিকে, যিনি সম্প্রতি ওমরাহ পালন করে এসেছেন। তারেক রহমান ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, “আপনি তো কাবা শরীফে গিয়েছেন, কাবা শরীফের মালিক কে?” জবাবে মুসল্লিটি বলেন, “আল্লাহ।”
এরপর বিএনপি চেয়ারম্যান বলেন, “আপনারা সবাই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। জেতার মালিকও আল্লাহ। সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে কিছু দল বলছে ‘এই টিকেট দেবো, ওই টিকেট দেবো’, কিন্তু আসলে জেতার ক্ষমতা মানুষের হাতে নেই। এই সত্য বুঝতে না পারলে শিরক করা হয়, উল্লেখ করে তিনি মানুষের হাতে নয়, আল্লাহর হাতে জয় নির্ভর করছে বলে পরামর্শ দেন।

