১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে অবাক করে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ফ্যাশন আইকন সালমান শাহ। তবে মৃত্যুর দীর্ঘ বছর পরও তিনি দর্শকের হৃদয়ে সমানভাবে বেঁচে আছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে ‘বৈশাখী সকালের গান’। এ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশন করবেন গুণী শিল্পী আগুন।
এছাড়া দিনভর প্রচারিত হবে সালমান শাহ অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টায় দেখানো হবে সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা ও রাজীব অভিনীত ‘অন্তরে অন্তরে’। আর দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে সালমান শাহ, শাহনাজ, শাবনূর, শাবানা ও আলমগীর অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’।
দুপুর ১টায় প্রচারিত হবে আসিন জাহানের উপস্থাপনায় ‘শুধু সিনেমা গান’, যেখানে থাকছে সালমান শাহর সিনেমার জনপ্রিয় গানগুলো।
অনুষ্ঠানে দর্শকরা উপভোগ করবেন সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের নায়ক’, ‘বিক্ষোভ’ ও ‘মহামিলন’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্রের গান। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

