দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে কৃষিকে আধুনিক ও টেকসই প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি সমৃদ্ধ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় চিরিরবন্দর উপজেলা চত্বর প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
কৃষি সমৃদ্ধ ২০২৫-২৬ অর্থবছর” শীর্ষক দিনাজপুর অঞ্চলের কৃষি উন্নয়ন ও টেকসই উন্নয়ন প্রযুক্তির আওতায় বাস্তবায়িত প্রকল্পের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার মূল উদ্দেশ্য হলো আধুনিক কৃষি প্রযুক্তি চাষিদের কাছে পৌঁছে দেওয়া, উন্নত উৎপাদন পদ্ধতি সম্পর্কে তাদের সচেতন করা এবং চাষিদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শনের মাধ্যমে কৃষিতে উদ্বুদ্ধ করা।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা।
কৃষি ও প্রযুক্তি মেলায় চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের উৎপাদিত ধান, শাকসবজি, ফলমূল, মসলা, তেলবীজসহ নানা ধরনের কৃষিপণ্য দিয়ে স্টলগুলো সাজানো হয়। এসব স্টলে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন সম্পর্কে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি কৃষিবিদ আফজাল হোসেন বলেন, “কৃষিকে লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এই ধরনের কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে পারছেন। এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের আর্থিক সচ্ছলতাও নিশ্চিত হবে। কৃষকরা যদি সঠিক পরামর্শ ও প্রযুক্তি অনুসরণ করে চাষাবাদ করেন, তাহলে তারা নিজেরা যেমন সমৃদ্ধ হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

