মীর ইমরান, মাদারীপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের ভূমিকা, ভোটারদের অংশগ্রহণ এবং ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাদারীপুরে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মাদারীপুর জেলা সরকারি সমন্বিত ভবন হল রুমে জেলার ও উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মীর মনির হোসেন, কোম্পানি কমান্ডার র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ওয়াদিয়া শাবাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমাদ, উপজেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি— বাসস, নিউজ ২৪, বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি বিল্লাল রিজভী; বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল; দৈনিক সময়-এর জেলা প্রতিনিধি আরাফাত রহমান; মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দি এশিয়ান এজ-এর প্রতিনিধি সাব্বির আহমেদ আজিজ; দৈনিক আজকের দর্পণ ও ঢাকা টুডের মাদারীপুর প্রতিনিধি মীর ইমরানসহ মাদারীপুর সদর, শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মী।
সভায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের সীমা ও নির্দেশনা, সংবাদ সংগ্রহে নিরাপত্তা, মাঠপর্যায়ে প্রশাসনের সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক বলেন, “স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।”
অংশগ্রহণকারী সাংবাদিকরাও সংবাদ সংগ্রহে স্বাধীনতা, নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনা সভায় গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

