জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’–এর শুটিং শেষ করে ছুটিতে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। হঠাৎই শারীরিক অসুস্থতায় মুখ বেঁকে যায় তার। পরে পরীক্ষা করে জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর (বুধবার) এ ঘটনা ঘটে। সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল মল্লিক জানান, স্ত্রী একেবারেই সুস্থ ছিলেন, কোনো শারীরিক সমস্যা ছিল না। হঠাৎ কীভাবে এমন হলো, তা বুঝে উঠতে পারছেন না তারা।
ইন্দ্রনীল আরও জানান, রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সায়ন্তনী। চিকিৎসকরা অন্তত ১৫ দিনের সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, “ভাগ্যিস শুটিং চলাকালে এমন হয়নি। ছুটিতে ছিলেন বলেই বড় বিপদ এড়ানো গেছে। ঈশ্বর রক্ষা করেছেন।”
এদিকে ইনস্টাগ্রামে হাসপাতালের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে স্বামীকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সেখানে সায়ন্তনী লিখেছেন, “তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব হত না। ঈশ্বরকে ধন্যবাদ।”
বর্তমানে বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন অভিনেত্রী।