নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন অভিনেত্রী।
পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি প্রকাশ করে নাদিয়া জানান, তিনি ও তার স্বামী সালমান আরাফাত প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।
কন্যাসন্তান জন্মের অনুভূতি প্রকাশ করে নাদিয়া লেখেন, আল্লাহর অশেষ রহমতে তারা একটি সুস্থ ও সুন্দর কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সন্তানের জন্য সবার দোয়া কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন তাকে ঈমান, ভালোবাসা ও নিরাপদ ভবিষ্যতে ভরিয়ে দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাদিয়া। বিয়ের এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি।
২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন সালহা খানম নাদিয়া। দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে তিনি ছোট পর্দার অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দাতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

