জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। পদাধিকার বলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক মাশরেকুল আলম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম সবুজ।
শনিবার দুপুরে প্রেসক্লাবের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের আর্থিক লেনদেনে অসঙ্গতি প্রমাণিত হওয়ায় সদস্যরা সর্বসম্মতভাবে তাদের অব্যাহতির সিদ্ধান্ত নেন।
এসময় প্রেসক্লাবের অন্যান্য পদ পূর্বের মতো বহাল রাখা হয়। পাশাপাশি অতি স্বল্প সময়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে।

