সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রবিবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২ এর একটি অভিযানিক দল রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তি নাহিদ মিয়া (২৫),পিতা মসুদ মিয়া,গ্রামের বাড়ি রাজনগর উপজেলার কাটাজুড়ি এলাকায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার’কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভুক্তভোগী নারী মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এক বাড়িতে কাজ করার সুবাদে অভিযুক্ত নাহিদের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে নাহিদ একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন,যার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এরপর নাহিদ তাকে ওষুধ সেবনের পরামর্শ দিলে গর্ভপাত ঘটে। একই সঙ্গে নাহিদ তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখে এবং পরে ফেসবুকে ছড়িয়ে দেয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং দণ্ডবিধি ৩১৩ ধারায় মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়,দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।