ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা ও পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো: নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪)। তিনি মৃত সামছুল হক চৌধুরীর ছেলে এবং ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে যথাযথ প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় নিয়ামুল আরিফ অন্যতম আসামি ছিলেন। তাকে গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম আরও গতি পাবে।