ঋণের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রণব কুমার (পিকে) হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মো. আবুল শাহজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, এমডি ও কর্মকর্তারা।
মামলাটি ২০২১ সালের ১৪ নভেম্বর দায়ের হয়। দীর্ঘ তদন্ত শেষে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় চার্জশিট অনুমোদন করেছে দুদক।
আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ ওঠে পিকে হালদারের বিরুদ্ধে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে। ২০২২ সালে এক মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।







