দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। গুরুত্বপূর্ণ তিনটি শীর্ষ পদ—সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—সবকটিতেই ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন তারা।
বুধবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদগুলোতে শিবিরের প্রার্থীদের জয়ের চিত্র নিচে দেওয়া হলো:
ভিপি পদ: শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ৮৭৬ ভোটের ব্যবধানে জয়ী হন।
জিএস পদ: সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আরিফ ৩ হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।
এজিএস পদ: সহ-সাধারণ সম্পাদক পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে জয়ী হন মাসুদ।
বেশ কয়েকবার তারিখ পরিবর্তন ও স্থগিত হওয়ার পর গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি কেন্দ্র নির্ধারিত ছিল।
কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবারের নির্বাচনে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা যায়। এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শনের সময় জয়ী প্রার্থীদের অনুসারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
