জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিবের চেয়ে ৩৫১ ভোটে এগিয়ে আছেন।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এই ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত): ৩,৩৬৪ ভোট, এ কে এম রাকিব (ছাত্রদল সমর্থিত): ৩,০১৩ ভোট
প্রাথমিক ফলাফলে ছাত্রদলের রাকিব এগিয়ে থাকলেও পরবর্তী কেন্দ্রগুলোর গণনায় ব্যবধান কমিয়ে লিড নেন রিয়াজুল।
জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদেও এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
জিএস পদ: ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ ৩,৪৮৯ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,৩৭৯ ভোট।
এজিএস পদ: শিবিরের মাসুদ রানা ৩,১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২,৬৭৭ ভোট।
নির্বাচন কমিশনের তথ্যমতে, হল সংসদ নির্বাচনে ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। বিকেল থেকে ভোট গণনা শুরু হলেও সন্ধ্যা ৬টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা গণনা বন্ধ থাকে। পরে কারিগরি সমস্যা কাটিয়ে পুনরায় ফলাফল ঘোষণা শুরু হয়।
নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমেজ বিরাজ করছে। অবশিষ্ট ১৩ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে।
