ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের দক্ষিণ পাশে রাস্তার ধারে বড় বড় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক করাতকল মালিককে নগদ ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোল্যা ‘স’ করাতকলের মালিক বাবু সরদারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে মামলার নিষ্পত্তি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন করাতকলে বড় আকারের গাছের গুঁড়ি প্রধান সড়কের ধারে স্তুপ করে রাখার ফলে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এ অবস্থায় সড়কের শৃঙ্খলা ও জনদুর্ভোগ কমাতে উপজেলা সদরে অভিযান পরিচালনা করা হয়। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৮৯ ধারায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বাবু সরদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের পেশকার রাসেল মুন্সি ও তিনজন পুলিশ কনস্টেবল উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

