ববি প্রতিনিধি:
কীর্তনখোলা ও খয়রাবাদ নদীর মোহনায় দাঁড়িয়ে থাকা সুউচ্চ লাল দালান দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। আর ২০১৮ সালের ৭ জানুয়ারি যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এবছর বিভাগটি অষ্টম বছরে পদার্পণ করেছে।
বিভাগটিতে পাঁচজন শিক্ষক রয়েছেন এর মধ্য দুজন শিক্ষা ছুটিতে রয়েছেন। বর্তমানে বিভাগটিতে ৬টি ব্যাচে ১৬০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, ইতিমধ্যে দুটি ব্যাচ মাস্টার্স শেষ করে বের হয়েছে। বিভাগটিতে সাংবাদিকতায় ব্যবহারিক জ্ঞান অর্জনের রয়েছে একটি আধুনিক ল্যাব।
বর্তমানে বিভাগে BSS (সম্মান) ও MSS (স্নাতকোত্তর) প্রোগ্রাম চালু রয়েছে। পাঠ্যক্রমে সংবাদ রচনা, প্রতিবেদন, গণমাধ্যম নীতি-নীতি, ডিজিটাল মিডিয়া, পাবলিক রিলেশনসহ সময়োপযোগী নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত কর্মশালা ও সেমিনারের আয়োজনও করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থী কল্যাণ সমিতির ভিপি মো. রবিউল ইসলাম বলেন, সংগ্রামের সপ্তম বর্ষ পেরিয়ে গৌরবের ৮ম বর্ষে পদার্পণ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। স্বল্প এই সময়ে নানা সীমাবদ্ধতার মধ্যেও বিভাগের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। সাংবাদিকতা অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের শিক্ষার্থীরা। আশা করছি আগামীতে শিক্ষক- শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সকল সংকট কাটিয়ে আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে সাংবাদিকতা বিভাগ।
বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন সবাইকে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দেখতে দেখতে সপ্তম বছর পেরিয়ে ৮ম বছরে পদার্পণ করেছে সাংবাদিকতা বিভাগ।
এরই মধ্য আমাদের শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গণমাধ্যম ও পেশাগত ক্ষেত্রে সফলভাবে কাজ করছে—এটি আমাদের জন্য গর্বের। গণযোগাযোগ ও সাংবাদিকতা কেবল একটি বিষয় নয়, এটি সত্য ও দায়িত্বের সঙ্গে মানুষের পাশে থাকার অঙ্গীকার। সেই লক্ষ্যেই আমাদের বিভাগ কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই অগ্রযাত্রায় বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম শুভেচ্ছা জানিয়ে বলেন, ৭ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভাগকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং বিভাগের জন্য রইল আন্তরিক শুভকামনা। সমাজের তথ্যচিত্রকে সঠিক, নৈতিক ও কার্যকরভাবে পরিচালনার জন্য দক্ষ জনবল গঠনে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কামনা রইল।

