জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ১৩টি কেন্দ্রের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব। তিনি ১ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম, ১ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ হাজার ৪৩৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আবদুল আলীম আরিফ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা ৭২৪ ভোট পেয়েছেন।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা, ১ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১ হাজার ১৬০ ভোট।
ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশন জানায়, অন্যান্য বিভাগের ফলাফল গণনা এখনও চলমান। ধারাবাহিকভাবে সেগুলোও ঘোষণা করা হবে। ভোটগ্রহণ গতকাল মঙ্গলবার ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে সম্পন্ন হয়। এখন পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মার্কেটিং, অনুজীব বিজ্ঞান, দর্শন, বায়োকেমিস্ট্রি, প্রাণীবিদ্যা বিভাগ এবং চারুকলা অনুষদ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ফলাফল ঘোষণা করছেন।
